স্নাতকে সর্বোচ্চ ফলাফলের জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) স্বর্ণপদক প্রদান করে। এবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৮ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯’–এর জন্য মনোনীত হয়েছেন।
রোববার (৩০ এপ্রিল) ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে নির্বাচিতরা হলেন—কৃষি অনুষদের শিক্ষার্থী মোছা. অনন্যা খাতুন, সিএসই অনুষদের শিক্ষার্থী আল জান্নাতুন নূর, ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী নুসরাত আফরিন শিলপা, মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী ফারজানা খানম, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সের শিক্ষার্থী সুজানা দঙ্গল, বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের শিক্ষার্থী রিসাত হোসেন, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বাবর আহমেদ ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আফরোজা সুলতানা।
প্রতিনিধি/এইচই