বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সেমিনার
অনুষ্ঠিত সেমিনারের একটি মুহূর্ত | ছবি: ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘Climate Change and Disaster Science & Technology in Decision Making’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

এ সময় নিজ বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সব শহীদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্যোগ ব্যবস্থাপনায় রোল মডেল। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা তাদের মেধা, মনন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দুর্যোগ ও উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। সকল প্রকার দুর্যোগ মোকাবিলা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের বিকল্প নেই। দুর্যোগ ব্যবস্থাপনা ও গবেষণায় ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

দিনব্যাপী অনুষ্ঠিত ওই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ছাড়াও সংশ্লিষ্ট সরকারি, বেসরকারি ও উন্নয়ন সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিগণ অংশ নেন। এছাড়া সেমিনারে পোস্টার প্রেজেন্টেশন, বিভিন্ন মডেল উপস্থাপনসহ ১৪ জন তরুণ গবেষক প্রবন্ধ উপস্থাপন করেন।


বিজ্ঞাপন


সেমিনারে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর