বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ঢাকা

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

কারাবন্দী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল শাখা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে রাজধানীর বিজয়নগর নাইটিংগেল মোড় থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে পল্টন থানা এলাকা ঘুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে ওই বিক্ষোভ শেষ হয়।


বিজ্ঞাপন


এ দিন মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি গোলাম মাওলা শাহীন, শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কে এম সাখাওয়াত হোসেন এবং জবি ছাত্রনেতা ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিতের নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদল নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। এছাড়া কর্মসূচির সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল। প্রায় তিন শতাধিক নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর