শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রোজায় বন্ধ মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস চলবে ১৫ দিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:২৯ এএম

শেয়ার করুন:

রোজায় বন্ধ মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস চলবে ১৫ দিন
ফাইল ছবি

চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে রমজান মাস। অতীতের মতো এবারও পুরো রমজানজুড়েই হাইস্কুলে থাকবে ছুটি। তবে রেওয়াজ অনুসারে প্রাথমিক স্কুলে ১৫ দিন চলবে ক্লাস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুলগুলোয় ছুটি শুরু হবে ৭ এপ্রিল থেকে।

বছরের শুরুতেই এই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুল শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যেই ইস্টারসানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ কার্যকর চলবে।


বিজ্ঞাপন


>> আরও পড়ুন: রাবিতে রমজানে অফিসের নতুন সময়সূচি

এছাড়া কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হয়েছে আজ বুধবার (২২ মার্চ) থেকেই।

এদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিকের স্কুল ছুটি হবে ৭ এপ্রিল থেকে। যা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে আগামীকাল ২৩ মার্চ থেকে।

>> আরও পড়ুন: অনুমতি ছাড়া স্কুল-কলেজে ভ্যাকসিনেশন প্রোগ্রাম নয়


বিজ্ঞাপন


এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ ফরিদ উদ্দিন আহাম্মদ জানিয়েছেন, রমজানে প্রাথমিক স্কুলে ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।

সচিব আরও জানিয়েছেন, রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘদিন ধরেই চলছে। এটি এই মন্ত্রণালয়ের একটা প্রাকটিস।

ডব্লিউএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর