চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের পাহাড়ে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়ে মোবাইল-মানিব্যাগ খোয়ালেন দুই শিক্ষার্থী। এ সময় দায়ের উল্টা পিঠের আঘাতে আহত হয়েছেন একজন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে সমাজবিজ্ঞান অনুষদের পেছনে অবস্থিত টেলিটক পাহাড়ে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
ছিনতাইয়ের শিকার দুজন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরসালিন সরকার ও শাকিল হোসেন।
ঘটনার বর্ণনা দিয়ে মুরসালিন ঢাকা মেইলকে বলেন, আমরা দু’জন বন্ধু মিলে টেলিটক পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম। হঠাৎ খালি গায়ে নাক-মুখ বাঁধা তিনজন দা হাতে আমাদেরকে ঘিরে ধরে এবং আমার হাতে কোপ মারে। পরে আমাদের সঙ্গে থাকা দুইটা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। একেকটা মোবাইলের দাম পনেরো হাজার টাকা করে এবং দুইটা মানিব্যাগেই প্রায় দুই হাজার টাকা করে ছিল।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা সেন্টারের ডিউটি অফিসার শিমুল কুমার রুদ্র ঢাকা মেইলকে বলেন, একজন শিক্ষার্থী এসেছিল আহত হয়ে। ওনার ডান হাতের উপরে দা-য়ের উল্টা পিঠের আচর লেগেছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি ফিরে গেছেন।
নিরাপত্তা দপ্তরের প্রধান শেখ মো. আব্দুর রাজ্জাক ঢাকা মেইলকে বলেন, আমাদের লোকবল কম হওয়ার কারণে ক্যাম্পাসের পাহাড়ি অঞ্চলগুলোতে নিরাপত্তাকর্মী দিতে পারি না। তাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টেলিটক পাহাড়ে উঠাকে সংরক্ষিত করেছে।
বিজ্ঞাপন
টিবি

