বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

চবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থিদের ভরাডুবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫২ এএম

শেয়ার করুন:

চবি শিক্ষক সমিতির নির্বাচনে উপাচার্যপন্থিদের ভরাডুবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৩ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি পদের ৭টিতেই জয়লাভ করেছেন হলুদ দলের মনোনীত প্রার্থীরা৷ বিপরীতে মাত্র ৪টি পদে জয় লাভ করেন হলুদ দল সমর্থিত উপাচার্যপন্থি স্বতন্ত্র প্রার্থীরা।

গতকাল (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন। এদিন সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোটগ্রহণ এবং দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোট গননা করা হয়।


বিজ্ঞাপন


হলুদ দলের নির্বাচিত প্রার্থীরা হলেন- সভাপতি পদে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক, কোষাধ্যক্ষ পদে একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, সদস্য পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, মার্কেটিং বিভাগের অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া এবং জেনেটিং ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. লায়লা খালেদা।

এছাড়া হলুদ দল সমর্থিত উপাচার্যপন্থি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, আইন বিভাগের অধ্যাপক ড. রকিবা নবী, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. মো. দানেশ মিয়া এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ঢাকা মেইলকে বলেন, এবারের নির্বাচনে ৭৪৩টি ভোট কাস্ট হয়েছে। প্রার্থীরা সবাই যোগ্য ছিলেন। প্রতিদ্বন্দ্বিতামূলক, উৎসবমুখর এবং খুবই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে।

এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে অংশ নেন ২৩ জন প্রার্থী। হলুদ দলের মনোনীত ১১ প্রার্থী ছাড়া বাকিরা হলুদ দল সমর্থিত উপাচার্যপন্থি স্বতন্ত্র প্রার্থী। তবে, গতবারের মতো এবারও নির্বাচনে ছিল না বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের কোন প্রতিনিধি।


বিজ্ঞাপন


গত নির্বাচনে চবি শিক্ষক সমিতিতে সভাপতি নির্বাচিত হয়েছিলেন ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সেলিনা আখতার এবং সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের শিক্ষক সজীব কুমার ঘোষ।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর