কবি নজরুল সরকারি কলেজে পাসের হার ৯৫.৭৩

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। এইচএসসিতে এই কলেজের পাসের হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে কবি নজরুল সরকারি কলেজে থেকে ১৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৯১ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৬ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজ থেকে এবছর বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৫০৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৩৭ জন। অকৃতকার্য হয়েছে ২৮ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৪২৪ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৪৮ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২৪ জন।
অপরদিকে,মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩৮০ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৭১ জন। অকৃতকার্য হয়েছে ২৯ জন শিক্ষার্থী।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই সাফল্যের ফলে দীর্ঘদিন ধরে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখেছে প্রতিষ্ঠানটি।
প্রতিনিধি/এমএইচএম