শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

কবি নজরুল সরকারি কলেজে পাসের হার ৯৫.৭৩

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৯ পিএম

শেয়ার করুন:

কবি নজরুল সরকারি কলেজে পাসের হার ৯৫.৭৩

এইচএসসি ও সমমানের পরীক্ষায় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। এইচএসসিতে এই কলেজের পাসের হার ৯৫ দশমিক ৭৩ শতাংশ। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে কবি নজরুল সরকারি কলেজে থেকে ১৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩৯১ জন। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৬ জন শিক্ষার্থী। 


বিজ্ঞাপন


বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, কবি নজরুল সরকারি কলেজ থেকে এবছর বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩৪ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৫০৬ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৩৭ জন। অকৃতকার্য হয়েছে ২৮ জন শিক্ষার্থী।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪৮ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৪২৪ জন এবং জিপিএ ৫ পেয়েছে ১৪৮ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ২৪ জন। 

অপরদিকে,মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ৩৮০ জন এবং জিপিএ ৫ পেয়েছে ৭১ জন। অকৃতকার্য হয়েছে ২৯ জন শিক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় এই সাফল্যের ফলে দীর্ঘদিন ধরে অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখেছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর