বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘পীড়াপীড়ি করে কেন্দ্রে আনা শিক্ষার্থীরাই ফেল করেছেন’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

‘পীড়াপীড়ি করে কেন্দ্রে আনা শিক্ষার্থীরাই ফেল করেছেন’

২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজ থেকে যারা অকৃতকার্য হয়েছেন, পীড়াপীড়ি করে পরীক্ষা কেন্দ্রে আনায় তারা ফেল করেছেন বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর ঢাকা মেইলের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করে তিনি।


বিজ্ঞাপন


এবার ঢাকা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১১৫৪ জনের মধ্যে ১১৫১ জন পাস করেছেন। তাদের মধ্যে দুইজন ছাড়া সবাই পাস করেছেন। আর একজন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। এছাড়া পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৮১ শিক্ষার্থী।

ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ ঢাকা মেইলকে বলেন, ‘যারা ফেল করেছেন তারা হয়তো আমাদের পীড়াপীড়ির কারণেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। কারণ যারা ফেল করেছেন, তারা পরীক্ষা দিতে আগ্রহী ছিলেন না। আমরা তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছিলাম।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঢাকা কলেজের অধ্যক্ষ বলেন, যে আশা নিয়ে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা ভর্তি হয়, আমরা চেষ্টা করি নির্বিঘ্ন পরিবেশে পড়াশোনা করাতে। উচ্চ মাধ্যমেমিকের জন্য আরা অনার্স মাস্টার্সের ক্লাস বন্ধ রাখছি সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত।

ডিএইচডি/এমআর


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর