শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের বাজিমাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েদের বাজিমাত

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার কারিগরি শিক্ষা বোর্ডে মেয়েরা বাজিমাত করেছে। কারিগরি শিক্ষা বোর্ড পাসের হারও সবচেয়ে বেশি। গতবারের চেয়ে বেড়েছে পাসের হার। এবছর পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১০৪ জন শিক্ষার্থী। গত বছর গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৮৫ শতাংশ। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত ফলে এই তথ্য জানা গেছে। 


বিজ্ঞাপন


এবছর কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী পরিক্ষায় রেজিস্ট্রেশন করেন এবং শতভাগ পরীক্ষার্থী অংশ নেন। এসব পরীক্ষার্থীদের মধ্যে ৮৫ হাজার ২৯৬ জন ছেলে শিক্ষার্থী এবং ৩২ হাজার ৪৮৭ জন মেয়ে শিক্ষার্থী ছিল। এরমধ্যে ১ লাখ ১১ হাজার ২০৪ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। মেয়েদের পাসের হার ৯৬ দশমিক ৭৫ শতাংশ আর ছেলেদের পাসের হার ৯৩ দশমিক ৯৩ শতাংশ।

এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হারের মতো জিপিএ-৫ এ এগিয়ে আছে মেয়েরাই। চার হাজার ২২৬ জন মেয়ে শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫ আর ছেলে শিক্ষার্থীদের মধ্যে দুই হাজার ৮৭৮ জন পেয়েছেন জিপিএ-৫। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৩ দশমিক ০১ শতাংশ মেয়ে আর ৩ দশমিক ৩৭ শতাংশ ছেলে।

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, উচ্চশিক্ষা কর্মসংস্থান নিশ্চিত করে না। 

শিক্ষা উপমন্ত্রী বলেন, শিক্ষার্থী যারা আজকে এই শিক্ষাজীবনের ধাপ অতিক্রম করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের অনুরোধ থাকবে, পরবর্তী স্তর বিবেচনায় তারা একটু কৌশলী হবেন। এইচএসসি পরীক্ষার পরে আমরা অনেকেই উচ্চ শিক্ষার দিকে যাই। উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে আমরা বিশ্ববিদ্যালয়ে অনার্স, কলেজে ডিগ্রি পড়ার জন্য যাই। যে বিষয়েই পড়ি না কেন, আমরা যাতে দক্ষতা এবং কর্মঅভিজ্ঞতা সম্পন্ন সব সার্টিফিকেট কোর্সের প্রতি মনযোগী হই। 


বিজ্ঞাপন


মহিবুল হাসান জানান, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩ মাস মেয়াদি অনেকগুলো কোর্স আছে। সেখানে ওয়েব ডিজাইন-ডেভেলপমেন্ট থেকে শুরু করে কম্পিউটার অপারেটর, গ্রাফিক্স ডিজাইন, এনিমেশন, অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে শেখানো হয়। বিশ্ববিদ্যালয় বা উচ্চ শিক্ষায় যারা (শিক্ষার্থীরা) যাবেন তারা এসব কোর্সগুলো যদি উচ্চশিক্ষাকালীন অবস্থায় করেন বা উচ্চ শিক্ষায় না গেলেও এক বছর মেয়াদি নানা ধরনের দক্ষতামূলক কোর্স যদি তারা করেন; তারা শুধু কর্মসংস্থানই পাবেন না-আত্মকর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হতে পারবেন,' যোগ করেন তিনি। 

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, দেশে-বিদেশে কর্মসংস্থান তাদের জন্য সহজ হবে। লাখ লাখ গ্রাজ্যুয়েটের কর্মসংস্থান পৃথিবীর অনেক উন্নত দেশেও সরাসরি হয় না।

ডব্লিউএইচ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর