বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

৬ ফেব্রুয়ারি থেকে বুস্টার ডোজ পাবেন রাবি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

৬ ফেব্রুয়ারি থেকে বুস্টার ডোজ পাবেন রাবি শিক্ষার্থীরা
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৬ ফেব্রুয়ারি থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এই তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) রাবি শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এই টিকা নিতে পারবেন। বুস্টার ডোজ নেওয়ার জন্য টিকা কার্ড ডাউনলোড করে সাথে আনতে হবে।

প্রসঙ্গত, বুস্টার ডোজের জন্য এসএমএস বা তারিখ না থাকলেও দেওয়া হবে।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর বছরখানেক পর থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়। ইতোমধ্যে দেশের বেশির ভাগ জনগোষ্ঠী দুই ডোজ টিকার আওতায় চলে এসেছে। একটি বড় অংশ বুস্টার ডোজও পেয়েছে। করোনার চতুর্থ ডোজ টিকা দেওয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে ফ্রন্টলাইনার ও গর্ভবতী নারী এই টিকা পাবেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর