শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ইবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

শেয়ার করুন:

ইবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৮ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

আইসিটি সেল সূত্রে, প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া চলবে (১ ফেব্রুয়ারি) পর্যন্ত। এখন পর্যন্ত তিন ইউনিটে ১ হাজর ৯৯০ আসনের বিপরীতে ৩০৪টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৪৫টি, ‘বি’ ইউনিটে ৩৮ ও ‘সি’ ইউনিটে ২১টি আসন ফাঁকা রয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া বলেন, এবার গণবিজ্ঞপ্তি দেয়ার সম্ভাবনা খুবই কম। ফাঁকা আসন পূরণের লক্ষ্যে দ্রুতই পরবর্তী মেধাতালিকা প্রকাশ করা হবে। তবে সামনের মেধাতালিকায় দূরবর্তী সিরিয়ালে থাকা শিক্ষার্থীরাও সাক্ষাৎকারের সুযোগ পাবে। যেসব শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকবে, তাদের মেধাতালিকা অনুযায়ী সাবজেক্ট দেয়া হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর