বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

চবি সাংবাদিক সমিতির নির্বাচন মঙ্গলবার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

চবি সাংবাদিক সমিতির নির্বাচন মঙ্গলবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী কমিটি- ২০২৩ এর নির্বাচন আগামী মঙ্গলবার (৩১ জানুয়ারি)। প্রতিবারের মতো এবারও ৭টি পদের বিপরীতে ২৯ ও ৩০ জানুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম ও এস এ এম জিয়াউল ইসলাম।

আগামীকাল রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত এবং সোমবার (৩০ জানুয়ারি) সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন সংঠনের সদস্যরা। এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন আগামী ৩০ জানুয়ারি দুপুর ২টা পর্যন্ত। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিন ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।  

প্রধান নির্বাচন কমিশনার ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্রতিবারের মতো এবারও সাংবাদিক সমিতির নির্বাচন প্রক্টর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর