সোমবার, ২০ মে, ২০২৪, ঢাকা

পাঠ্যবইয়ের ভুল সংশোধনে দুই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

পাঠ্যবইয়ের ভুল সংশোধনে দুই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

পাঠ্যবইয়ের ভুল যা আছে সব সংশোধন করা হবে, এর জন্য দুটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নতুন শিক্ষাক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।


বিজ্ঞাপন


ডা. দীপু মনি বলেন, আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি এই বইয়ের ভুল নিয়ে কোনো ষড়যন্ত্র চলছে কিনা। কেউ তথ্য বিকৃত করে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছে কিনা তা খতিয়ে দেখা হবে। মানুষ মাত্রই ভুল। পাঠ্যবইয়ে কিছু ভুল থাকতে পারে। কিন্তু ইচ্ছাকৃত ভুল হলে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ভুলকে ইস্যু করে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করা হলেও ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বই প্রাপ্তির বিষয়ে মন্ত্রী বলেন, আগামীকাল বুধবারের (২৫ জানুয়ারি) মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়া হবে। এরপর কোন প্রতিষ্ঠান কতটি বই পাননি তার তথ্য চাওয়া হবে। এরপর এসব প্রতিষ্ঠান কেন বই পেল না, এটি যে প্রেসে ছাপানোর কথা ছিল সেটিও খতিয়ে দেখা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন— শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সচিববৃন্দ।

পিএস/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর