জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ১৪তম ব্যাচের মো. মোর্শেদ হাসান আসিফ। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের নজরুল ইসলাম সাগর।
শনিবার (১০ ডিসেম্বর) নতুন কমিটির বিষয়টি প্রকাশে আসলেও গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এর আগে বিভাগ, অনুষদ, ইনস্টিটিউটভিত্তিক কমিটি প্রদানের জন্য জীবনবৃত্তান্ত জমা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জীবনবৃত্তান্ত নেওয়া হয়। পরে পর্যালোচনা শেষে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন জামিল খান, সৌরভ ইসলাম, সানজিদা শরমিন, তানজিল আহমেদ, ইসানুল জিন্নাত সৈকত। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আছেন হৃদয় মিয়া, মামুন মাতুব্বার, সামিয়া নাজ তুলি, জান্নাতুল মাওয়া শশী, কাজী ঐশর্য, জাহিদ পারভেজ লিখন, সাইমুন শাওন, আবু সাইদ শাওন ও মেহেদী হাসান মুক্তি। পাশাপাশি সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাবুদা, আল নোমান আলীফ, হৃদয় চৌধুরী ও সুজন রানা।
>> আরও পড়ুন: ১০ ডিসেম্বর ঘিরে সতর্ক অবস্থানে জবি ছাত্রলীগ
এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আসিফ ঢাকা মেইলকে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব শক্তিশালী করতে ও ছাত্রলীগের সুপার ইউনিট খ্যাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আরও সুদৃঢ়, গতিশীল এবং শক্তিশালী করতে সমাজকর্ম বিভাগ ছাত্রলীগ বদ্ধপরিকর। আমরা ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীর পাশে ছিলাম, আছি এবং থাকব।
বিজ্ঞাপন
একই কথা জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগর। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক হয়ে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করার জন্য ও ভিশন ২০৪১ বাস্তবায়নে এবং বাংলাদেশ ছাত্রলীগের সুপার ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আরও গতিশীল, সুদৃঢ় ও শক্তিশালী করতে সমাজকর্ম বিভাগ ছাত্রলীগ বদ্ধপরিকর। দেশমাতৃকার কল্যাণে জবির সমাজকর্ম বিভাগ ছাত্রলীগ শাখা এগিয়ে যাবে।
/আইএইচ