বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাবির অধিভুক্ত কলেজ-ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ০২:৫৩ পিএম

শেয়ার করুন:

রাবির অধিভুক্ত কলেজ-ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটগুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত ১৪টি কলেজকে একই ছাতার নিচে আনার জন্য প্রথমবারের মতো এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, অধ্যাপক হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

এসময় প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর, প্রক্টর অফিসে আসাবুল হক, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় এক হাজার ৭০০ আসনের বিপরীতে এক হাজার ১০৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন। এরমধ্যে ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর