এমপিও কোড পেল ২০৫১ শিক্ষাপ্রতিষ্ঠান

চলতি বছরের জুলাইয়ে এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয় দুই হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েকমাস অপেক্ষার পর অবশেষে এমপিও কোড পেল এসব প্রতিষ্ঠান। ফলে এমপিও কোড পাওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা এখন থেকে এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে তাদের এই এমপিও কোড দেওয়া হয়।
নির্বাচিত স্কুল-কলেজের মধ্যে ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এক হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজসহ ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে।
এ বিষয়ে মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরাধীন ২০৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজ) বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি/এমপিওর স্তর পরিবর্তন করা হয়। এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানসমূহের ইএমআইএস সিস্টেমে এমপিওর স্তর পরিবর্তন এবং সম্পূর্ণ নতুনভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহকে নতুন এমপিও কোড প্রদান করে অন্তর্ভুক্ত করা হয়েছে।
পিএস/আইএইচ