শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্কুলে ভর্তি: সরকারিতে লড়াই, বেসরকারিতে অনীহা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

স্কুলে ভর্তি: সরকারিতে লড়াই, বেসরকারিতে অনীহা
ফাইল ছবি

দেশের বেসরকারি বিদ্যালয়গুলো থেকে সরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন বেশি পড়েছে প্রায় আড়াইগুণ। আগামী শিক্ষাবর্ষের জন্য সরকারি বিদ্যালয়ে এক লাখ সাত হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ছয় লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫.৮ জন শিক্ষার্থী। আর বেসরকারিতে নয় লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র দুই লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে বেসরকারি আসন খালি থাকবে ছয় লাখ ৬৪ হাজার ৮৪৭টি। ডিজিটাল লটারির মাধ্যমে আগামী ১২ ডিসেম্বর সরকারি ও ১৩ ডিসেম্বর বেসরকারি স্কুলের শিক্ষার্থী নির্বাচন করা হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত দেশের ৫৪০টি সরকারি বিদ্যালয়ে এবং দুই হাজার ৮৫২টি বেসরকারি বিদ্যালয়ে (মহানগর ও জেলা সদর উপজেলা পর্যায়) অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


ভর্তির অনলাইন আবেদন গ্রহণের সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫টায় শেষ হলেও রাত ১২টা পর্যন্ত আবেদনের ফি নেওয়া হবে।

পিএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর