বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা সম্মেলন শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২, ১০:২৯ পিএম

শেয়ার করুন:

চৌধুরীপাড়া মাদরাসার ৩০ সালা সম্মেলন শুরু বৃহস্পতিবার

রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ৩০ সালা সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) শুরু হবে। দুই দিনব্যাপী এই সম্মেলনে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা আবুল কাসেম নোমানী, নায়েবে মুহতামিম মাওলানা রাশেদ আজমী, বেফাকের সভাপতি ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া ইকরার মহাপরিচালক আল্লামা ফরীদ উদ্দিন মাসউদসহ দেশের শীর্ষ আলেমরা উপস্থিত থাকবেন।

সম্মেলনের সভাপতি মসজিদ-ই-নূর ও শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান সবার প্রতি আন্তরিক দাওয়াত প্রদান করেছেন। সম্মেলন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন


মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী বলেন, গত ৩০ বছরে যারা সফলভাবে উত্তীর্ণ হয়েছেন, তাদের সবাইকে সম্মাননা পাগড়ি ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। ফুজালাদের উপস্থিতি কামনা করেন তিনি।

জানা গেছে, প্রায় এক হাজার ফুজালা নিবন্ধন করেছেন। সবার জন্য আপ্যায়ন, পাগড়ি উপহারের ব্যবস্থা রয়েছে।

১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হবে। শুভেচ্ছা বক্তব্য দেবেন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী। প্রথম দিনের উদ্বোধনী বক্তব্য দেবেন মারকাজুল ফিকরিল ইসলামি বসুন্ধরার মহাপরিচালক ও শাইখুল হাদিস মুফতি আরশাদ রহমানী। বক্তব্য দেবেন দারুল উলূম বনশ্রীর শায়খুল হাদিস মাও লানা আসআদ আল হোসাইনী।

প্রথম দিন কয়েকটি অধিবেশনে পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি পাবেন ১৯৯২ সাল থেকে ২০১৩ সালের ফুজালারা।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা রাশেদ আজমীসহ দেশের প্রতিনিধিত্বশীল আলেমরা গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। প্রথম দিনের সমাপনী বক্তব্য দেবেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

২ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। শুভেচ্ছা বক্তব্য দেবেন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী। উদ্বোধনী বক্তব্য দেবেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

২ডিসেম্বরপাগড়িপাবেন২০১৪সালথেকেশুরুকরে২০২২সালেরফুজালারা।দেওবন্দেরনায়েবেমুহতামিমআল্লামারাশেদআজমীমসজিদ-ই-নূরেজুমারনামাজপড়াবেন।সেদিনকয়েকটিঅধিবেশনেসম্মেলনচলবে।

আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ ও প্রখ্যাত মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর বয়ানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে।

এছাড়াও মসজিদ প্রাঙনে ইসলামিক  বইমেলা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দেশওজাতিরমঙ্গলকামনারমাধ্যমেমোনাজাতঅনুষ্ঠিতহবে।

শনিবার বাদ ফজর শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় বুখারি শরিফের দরস দেবেন আল্লামা রাশেদ আজমী।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর