রাবিতে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে ৫-৬ ডিসেম্বর
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ আগামী ৫ ও ৬ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টিকা দেওয়া হবে।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুস্টার ডোজ নেওয়ার জন্য দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এই টিকা নিতে পারবেন।
প্রতিনিধি/এইউ