শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ১০:৫২ পিএম

শেয়ার করুন:

৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল জাবি ছাত্রলীগ
ছবি : ঢাকা মেইল

দীর্ঘ ৫ বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ। ৩৮৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে আকতারুজ্জামান সোহেল ও হাবীবুর রহমান লিটনের কমিটি পূর্ণতা পেল৷

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টা ২০মিনিটে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়৷ 


বিজ্ঞাপন


কমিটিতে সহ-সভাপতি মোট ১০০ জন; সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ১১জন; যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন; সহ-সম্পাদক পদ পেয়েছেন মোট ৬৬ জন এবং সদস্য পদ পেয়েছেন ৫৫ জন। এছাড়া বিভিন্ন পদে সম্পাদক ও উপ-সম্পাদক পদে মোট ১৪৩ জন মনোনীত হয়েছেন।

শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান লিটন বলেন, রাত ৯টার পর বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেইজ থেকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। এর মাধ্যমে জাবি শাখার ছাত্রলীগের কমিটি পূর্ণতা পেল। আমাদের দু'জনের কাঁধ থেকে বড় একটা বোঝা নেমে গেল। কমিটিতে ত্যাগী নেতারা পদ পেয়েছে। আশা করি শাখা ছাত্রলীগ পূর্ণ উদ্যমে কাজ শুরু করবে।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর