মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ ফিরে পেলেন ইডেনের ১৪ ছাত্রলীগ নেত্রী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০১:১০ এএম

শেয়ার করুন:

পদ ফিরে পেলেন ইডেনের ১৪ ছাত্রলীগ নেত্রী 
ফাইল ছবি

পদ ফিরে পেয়েছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১৪ জন নেত্রী। 

বুধবার (২৩ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 


বিজ্ঞাপন


পদ ফিরে পাওয়া নেত্রীরা হলেন- ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা ও সূচনা আক্তার।

আরও পড়ুন: ইডেন ছাত্রলীগ নিয়ে কেন এত আলোচনা?

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃতদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। 

এর আগে গত সেপ্টেম্বরে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জের ধরে উত্তপ্ত হয়ে উঠে শিক্ষাপ্রতিষ্ঠানটি। তখন ছাত্রীদের ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়। শুরু হয় মারপিট এবং নানা হট্টগোল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে এক সঙ্গে ইডেন ছাত্রলীগের দুই নেতাকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। 


বিজ্ঞাপন


কারই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর