শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ব্যানার-পোস্টারে সয়লাব রাবি, নষ্ট হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০৬:৫৫ পিএম

শেয়ার করুন:

ব্যানার-পোস্টারে সয়লাব রাবি, নষ্ট হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য

গত ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে সেই সম্মেলন। সম্মেলনকে ঘিরে পদপ্রত্যাশী নেতাকর্মীরা পুরো ক্যাম্পাসেই ব্যানার-পোস্টারসহ বড় বড় বিলবোর্ড লাগিয়েছিলেন। তবে সম্মেলন স্থগিতের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এসব ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে ব্যানার পোস্টারে সয়লাব হয়ে পড়েছে পুরো ক্যাম্পাস। সেই সঙ্গে ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

যদিও প্রশাসন বলছে- ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে দ্রুততম সময়েই এসব ব্যানার-পোস্টার অপসারণ করা হবে।


বিজ্ঞাপন


RU Newsশিক্ষার্থীদের ভাষ্য- ক্যাম্পাসের মোড়ে মোড়ে লাগানো এসব ব্যানার যেমন দৃষ্টিকটু, তেমনি এগুলো ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট করছে। এরমধ্যে গাছে লাগানো ব্যানারগুলোর অধিকাংশই পেরেক দিয়ে সাঁটানো হয়েছে। যে গাছ আমাদের শীতল ছায়া দেয় তার গায়ে পেরেক দিয়ে নিজের প্রচারণা চালানো নিষ্ঠুরতার সামিল।

ফলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।

RU Newsএদিকে, সরেজমিন ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ তিনটি প্রধান গেইট ছাড়াও জোহা চত্বর, প্যারিস রোড, টুকিটাকি চত্বর ও পরিবহন মার্কেটেও লাগানো হয়েছে বড় বড় ব্যানার ও বিলবোর্ড। এছাড়াও রাবির ড. মো. শহীদুল্লাহ, ড. মমতাজ উদ্দীন, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনসহ প্রতিটি ভবনেই লাগানো হয়েছে ছোট-ছোট নানা পোস্টার। এমনকি বাদ যায়নি বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রশাসনিক ভবন ও সিনেট ভবনও। এতে ভবনগুলোর নিজস্ব সৌন্দর্যও ম্লান হয়ে পড়েছে।

RU Newsএ বিষয়ে কথা হলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বর্ষা রাণী মন্ডল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সম্পর্কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে থেকেই একটা ইতিবাচক ধারণা ছিল। প্যারিস রোড নিয়ে একটা উচ্ছ্বাস সবসময়ই কাজ করত। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই দেখছি পুরো ক্যাম্পাসজুড়েই বড় বড় ব্যানার। যা অত্যন্ত দৃষ্টিকটু।’


বিজ্ঞাপন


RU Newsএকই কথা জানিয়েছেন রাবির আইন বিভাগের শিক্ষার্থী শেখ ফাহির আমীন। তিনি বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যে প্রচার-প্রচারণা শুরু হয়েছিল তার কবল থেকে বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটটিও রক্ষা পায়নি। ব্যানার-পোস্টার লাগানোর ফলে বিশ্ববিদ্যালয়ের বাহ্যিক সৌন্দর্য, স্বকীয়তা সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা আমাদের ক্যাম্পাসকে ব্যানার-পোস্টার মুক্ত প্রাকৃতিক সৌন্দর্যে নন্দিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই।’

RU Newsবিষয়টিতে কথা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ঢাকা মেইলকে বলেন, ‘ক্যাম্পাসের নির্দিষ্ট কিছু স্থান ছাড়া দেয়ালে পোস্টার বা লিফলেট লাগানোর অনুমতি নেই। ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে পদপ্রত্যাশীরা ব্যানার-পোস্টার লাগিয়েছে। তবে আমরা তাদের সঙ্গে কথা বলে খুব দ্রুতই এগুলো অপসারণের ব্যবস্থা করব।’

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর