মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

এক সেমিস্টার শেষ হলেও আইডি কার্ড পাননি শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

এক সেমিস্টার শেষ হলেও আইডি কার্ড পাননি শিক্ষার্থীরা

সুমাইয়া নূর লিরা পড়াশোনা করছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আগস্ট মাসে তার প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় সেমিস্টারের ক্লাস। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবে মিডটার্ম পরীক্ষা। প্রথম বর্ষের প্রান্তে এসেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রাপ্য আইডি কার্ড হাতে পাননি তিনি। বিশ্ববিদ্যালয়ের বাইরে পরিচয় দিতে গিয়ে নিয়মিত বিব্রত হতে হয় তাকে।

শুধু লিরা নন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের কোনো শিক্ষার্থী তাদের আইডি কার্ড হাতে পাননি। এভাবেই তারা ক্লাস করছেন পরীক্ষায় অংশ নিচ্ছেন। সম্প্রতি অন্যের স্টুডেন্ট আইডি নম্বর ব্যবহার করে চার বছর ধরে হলে অবস্থানসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহনের বিষয়টি সংবাদপত্রে ফাঁস হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


শিক্ষার্থীরা জানান, ২০২২ সালের জানুয়ারিতে ২১ ব্যাচের ক্লাস শুরু হয়। করোনার ঝুঁকি থাকায় অনলাইনে ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে পাঠদান শুরু করে কর্তৃপক্ষ। তবে ভর্তির প্রায় এক বছর হতে চললেও কাঙ্ক্ষিত আইডি কার্ড দেয়নি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগ। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০ ব্যাচের আইডি কার্ড মোটামুটি বিতরণ হয়েছে। কিছু আইডি কার্ডের সংশোধনী ছিল। তা ঠিক করার পর প্রায় ৭০-৭৫ শতাংশ শিক্ষার্থী আইডি কার্ড তুললেও বাকিগুলো পড়ে আছে ছাত্র পরামর্শ শাখায়। তবে ৭-৮ মাস বন্ধ থাকার পর বিগত কয়েক মাস থেকে ২১ ব্যাচের আইডি কার্ড তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যায়। ভর্তির ১১ মাস পরেও কোনো শিক্ষার্থী আইডি কার্ড না পাওয়ায় বিস্মিত তাদের অবিভাবকরা।

ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী মিম বলেন, 'ভর্তি হলাম। এর মাঝে সেমিস্টার ফাইনাল দিয়ে পরের সেমিস্টারে উঠলাম। এখনও আইডি কার্ড পাইনি। আর কবে পাবো? না জানি আমাদের ব্যাচেও কেউ অন্যের হয়ে ক্লাস-পরীক্ষা দিয়ে যাচ্ছে কি না!'

আরও পড়ুন: হাবিপ্রবিতে পাঁচ শিক্ষককে মেরে হাসপাতালে পাঠাল কর্মচারী


বিজ্ঞাপন


রাকিব নামের আরেক শিক্ষার্থী বলেন, 'আমি ঢাকায় থাকি। বাসে যাতায়াতে হাফ পাস সুবিধা আছে যা একজন কলেজ বা প্রাইভেটে পড়ুয়ারাও নেয় অথচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও আমাকে ফুল ভাড়ায় যেতে হয়। তাছাড়া শহরের বিভিন্ন জায়গায় ঢুকতে স্টুডেন্ট আইডি দেখানোর প্রয়োজন পড়ে তখন তো আর বলতে পারি না স্টুডেন্ট আইডি দেয়নি এখনও।'

আইডেন্টিটি কার্ড একজন শিক্ষার্থীর জীবনে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পরেও আইডি কার্ড না পাওয়া নিয়ে ক্ষোভ রয়েছে ২১ ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মাঝেও। কৃষি অনুষদের শিক্ষার্থী সুমাইয়া বলেন, 'আমার বাড়ি গাজীপুর। বাবার অফিস থেকে সন্তান হিসেবে আমার জন্য টাকা পেতাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আবেদনের সময় আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হতো। সঠিক সময়ে সাবমিট না করায় সেই সুযোগ চলে যায়। এখনো আইডি কার্ড পাইনি। আর পেলেও সেই সুযোগ চলে যাওয়ার আফসোস থেকেই যাবে।'

২১ ব্যাচের বিভিন্ন বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে কথা বলে জানা যায়, তারা বিষয়টি নিয়ে অত্যন্ত হতাশ। তারা বলেন, 'ডিপার্টমেন্টের সবাই তাদের ওপর চাপ দেয় আইডি কার্ডের বিষয়ে। আমরা অনেকবার ছাত্র পরামর্শ শাখায় গেলেও তারা বলেন এখনও আইডি কার্ড প্রস্তুত হয়নি।'

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও ৪ বছর ধরে হলে!

সোস্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেক রিডিং ম্যাটেরিয়ালস নেট থেকে নামিয়ে পড়তে হয়। গুগল বা ইউটিউব ব্রাউজ করতে হয়। দেখা যায়, টিএসসিতে পড়তে বসেছি কিন্তু টিএসসির ওয়াইফাই থাকলেও তা ব্যবহার করতে পারি না। এর জন্য আবেদন করতে হয় স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিয়ে, যা আমাদের নেই। আমাদের পাশেই একজন ওয়াইফাই ব্যবহার করছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও আমরা তা পারছি না, এটা আমাদের সাথে সুস্পষ্ট বৈষম্য।'

এছাড়াও ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে, লাইব্রেরি কার্ড করতে, প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্টসহ নানা ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড এক অন্যতম নিয়ামক। এমনকি অনলাইনে আইডি কার্ডের সফট কপিও এখনও নেই। যার ফলে এসব সুযোগ-সুবিধা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ পুরোপুরি বঞ্চিত বলে জানিয়েছেন তারা।

এবিষয়ে ছাত্র পরামর্শ শাখার পরিচালক ইমরান পারভেজ ঢাকা মেইলকে বলেন, 'কাজ চলমান আছে, আগামী সপ্তাহ থেকে বিতরণ শুরু করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি।'

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর