রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যেকোনো ধরনের র্যাগিং নিষিদ্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের কোথাও র্যাগিংয়ের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে হবে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাগিংয়ের ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। র্যাগিং এর শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যার সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের কোথাও কোন প্রকার র্যাগিং করা যাবে না। কেউ র্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া বিভাগের সভাপতির অনুমতি ছাড়া বিভাগের অন্য কোনো বর্ষের শিক্ষার্থীদের সাথে নবীন শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান করা যাবে না।
রাবিতে শতাধিক আসন ফাঁকা রেখেই ক্লাস শুরু
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শতাধিক আসন ফাঁকা রেখেই ২০২১-২২ সেশনে স্নাতক প্রথমবর্ষের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুসারে আজ থেকে ২০২১-২২ সেশনের আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। তবে বিভিন্ন বিভাগে প্রায় শতাধিক আসন ফাঁকা রয়েছে। তারমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত সি ইউনিটে প্রায় ৯০টা এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদভুক্ত এ ইউনিটে প্রায় ২০টা আসন ফাঁকা রয়েছে। তবে বি ইউনিটে কোন আসন ফাঁকা নেই। আসন ফাঁকা সাপেক্ষে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট অনুষদে ভর্তি কার্যক্রম চলবে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট অনুষদের অধিকর্তারা বলছেন, অন্যত্র সুযোগ হওয়ায় অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছেন। তাই বিভিন্ন বিভাগে আসন ফাঁকা হচ্ছে। তবে পরবর্তী মেরিট ও মাইগ্রেনের ফলাফল দিয়ে সেগুলো পূর্ণ করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া আগামী ৮ নভেম্বর পর্যন্ত চলবে৷ পরবর্তী সিদ্ধান্ত অনুসারে ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে।
প্রতিনিধি/জেবি

