শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নন-ক্যাডার নিয়োগে বর্তমান নিয়ম বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০১:১৫ পিএম

শেয়ার করুন:

নন-ক্যাডার নিয়োগে বর্তমান নিয়ম বাতিলের দাবি

৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখওয়ারি সুপারিশের পরিবর্তে আগের নিয়মে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন ৪০তম বিসিএস নন-ক্যাডার নিয়োগপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) সামনের এই মানববন্ধনে হাজারের বেশি নন-ক্যাডার প্রার্থী অংশ নেন।


বিজ্ঞাপন


মানববন্ধনে অংশ নেওয়া নন-ক্যাডার প্রার্থীরা জানান, চলমান বিসিএস নন-ক্যাডার সুপারিশ প্রক্রিয়া পরবর্তী বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করার আগ পর্যন্ত চলমান ছিল। ২৮তম বিসিএস থেকে ৩৮তম বিসিএস পর্যন্ত এই নিয়মেই পিএসসি নন-ক্যাডার পদে সুপারিশ করে আসছে। কিন্তু সম্প্রতি কমিশন বিসিএস থেকে নন-ক্যাডার সুপারিশের এই নিয়মে পরিবর্তন এনেছে।

তারা জানান, এখন থেকে নন-ক্যাডার সুপারিশ করা হবে বিসিএসের বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী। অর্থাৎ কোনো বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরাসরি বিসিএস থেকে নিয়োগযোগ্য নন-ক্যাডার শূন্যপদ সংরক্ষণ করে সংখ্যা উল্লেখপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে পিএসসিতে পাঠাতে হবে এবং পিএসসি ওই বিসিএসের বিজ্ঞপ্তিতে সেই নন-ক্যাডার পদগুলো উল্লেখ করে পরবর্তী সময়ে উত্তীর্ণ নন-ক্যাডারদের সুপারিশ করবে। এর ফলে বর্তমানে নন-ক্যাডারদের জন্য চরম সংকট সৃষ্টি হয়েছে।

নন-ক্যাডার প্রার্থীদের দাবিগুলো হলো-

১. কমিশন কর্তৃক ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির তারিখওয়ারি সুপারিশের এই বেকারবিরুদ্ধ এবং একইসাথে সরকারের নীতিবিরুদ্ধ অযাচিত সিদ্ধান্ত বাতিল করতে হবে।


বিজ্ঞাপন


২. ৪০তম বিসিএস নন-ক্যাডারের অনুকূলে পিএসসি কর্তৃক প্রদত্ত অধিযাচন পত্রের পরিপ্রেক্ষিতে প্রাপ্ত সকল পদ ৪০তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণদের থেকে সুপারিশ করতে হবে।

৩. পূর্বতন বিসিএসগুলো (৩৫তম, ৩৬তম, ৩৭তম, ৩৮তম) থেকে নন-ক্যাডারে সুপারিশকরণের অনুসৃত প্রক্রিয়া ৪০তম বিসিএস নন-ক্যাডারের ক্ষেত্রেও অনুসরণ করতে হবে।

৪. ৪০তম বিসিএস নন-ক্যাডারে সুপারিশকরণ প্রক্রিয়া পরবর্তী বিসিএস (৪১তম বিসিএস) এর চূড়ান্ত ফলাফল প্রদানের পূর্ব তারিখ পর্যন্ত অব্যাহত রেখে ৪০তম বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের থেকে সুপারিশ করতে হবে।

এসএএস/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর