বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০২:১২ এএম

শেয়ার করুন:

কুবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

মেয়াদোত্তীর্ণ হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সেই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে নিম্নোক্ত দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে জীবন-বৃত্তান্ত জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।

দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহিম হাসান লিমন বলেন, কমিটি বিলুপ্তের বিষয়টি সত্য। আমি কেন্দ্রীয় নির্বাহী সংসদের দফতর সেল থেকে জেনেছি। আগামী ১০ দিনের মধ্যে পদপ্রত্যাশীদের সিভি জমা দিতে বলেছে। তারপরে আমরা দায়িত্বপ্রাপ্তরা সভাপতি, সেক্রেটারির সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।

এদিকে প্রতিবেদন লেখার সময় হঠাৎ করেই ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে কমিটি বিলুপ্তির নোটিশ সরিয়ে ফেলে কেন্দ্রীয় কমিটি। নোটিশ সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে লিমন বলেন, সম্মেলনের ডেইটসহ নতুন প্রেস রিলিজ দেবেন। 

প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর