শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত, চলছে ক্লাস-পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ১২:১৭ পিএম

শেয়ার করুন:

চবিতে ছাত্রলীগের অবরোধ স্থগিত, চলছে ক্লাস-পরীক্ষা

চাকরিজীবী ও বিবাহিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন ও বর্ধিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বাস ও শিক্ষার্থীদের শাটল ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।


বিজ্ঞাপন


চাকরিজীবী ও বিবাহিতদের বাদ দিয়ে কমিটি পুনর্গঠন ও বর্ধিতের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের  একাংশের ডাকা অবরোধ স্থগিত করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে অবরোধ স্থগিতের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা স্বাভাবিকভাবে চলছে। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বাস ও শিক্ষার্থীদের শাটল ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

এর আগে সোমবার সকালে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়ে অবরোধ শুরু করে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। শাটল ট্রেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বাস আটকে দেওয়া হয়। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। হঠাৎ অবরোধ করায় দুর্ভোগে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। স্থগিত করা হয় ৮ বিভাগের ১০টি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে প্রথমে পরিবহন পুলের ফটকে তালা ঝুলিয়ে দেন একাংশের নেতাকর্মীরা। কয়েকটি বাসের চাবিও নিয়ে যান তারা। সকাল ৭টার দিকে ক্যাম্পাসের মূল ফটকে তালা দেওয়া হয়। একই সময় ক্যাম্পাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নগরের ষোলশহর ও ঝাউতলায় অবস্থানরত দুটি শাটল ট্রেনও আটকে দেন আরেক দল নেতাকর্মী। ওই ট্রেনে কয়েক হাজার শিক্ষার্থী ছিলেন। এরপর সকাল নয়টার দিকে ক্যাম্পাসে নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। স্লোগান দেন। তবে দুপুর সাড়ে ১২টার দিকে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়ার অনুরোধে মূল ফটকের তালা খুলে দেওয়া হয়।


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর