শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

শিক্ষার্থীর অবস্থান কর্মসূচিতে ঢাবি প্রশাসনের বাধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

শিক্ষার্থীর অবস্থান কর্মসূচিতে ঢাবি প্রশাসনের বাধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবন তথা রেজিস্ট্রার বিল্ডিংয়ে শিক্ষার্থী হয়রানি বন্ধসহ আট দফা দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুল হাসনাত আব্দুল্লাহ। এই কর্মসূচি পালন করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন হাসনাত।

রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।


বিজ্ঞাপন


পোস্টে হাসনাত তিনি বলেন, আজকের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন একাধিকবার প্রক্টোরিয়াল বডি আমার বিরুদ্ধে 'বিশৃঙ্খলার' অভিযোগ এনে আমাকে উঠিয়ে দিতে চেয়েছে। সাথে সহকারী প্রক্টরও আমার সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। উনি বার-বার বলতে চেয়েছেন রেজিস্ট্রার বিল্ডিংয়ের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে, বরং আমরাই ইচ্ছাকৃত ঝামেলা করছি। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে আমার অবস্থান কর্মসূচি চলবে।

আরও পড়ুন: ঢাবি প্রশাসনিক ভবনে হয়রানি, ফের অবস্থান কর্মসূচিতে হাসনাত

এসময় তিনি আগামীকালের কর্মসূচির বিবরণ দেন। এগুলো হচ্ছে-

১. সকাল ৯টা থেকে ঢাবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি।


বিজ্ঞাপন


২. রেজিস্ট্রার বিল্ডিংয়ের সামনে একটি অভিযোগ বক্স থাকবে, সেখানে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন সম্পর্কে তাদের অভিযোগগুলো লিখে জমা দেবেন।

গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর