শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ক্যাম্পাসে গায়ে হলুদ, কনে বললেন আজীবন মনে থাকবে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

ক্যাম্পাসে গায়ে হলুদ, কনে বললেন আজীবন মনে থাকবে

শরতের দুপুরে সবুজের মাঝে হলুদের আভা ছড়িয়ে নাচে-গানে সহপাঠির ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। সোমবার বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে যোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। 

ক্যাম্পাসের একটি ভবনের সামনে সাইকেলের গ্যারেজে সাজানো হয় হলুদ মঞ্চ। কনেকে ঘিরে বন্ধু–সহপাঠীরা মেতে ওঠেন আনন্দ–উল্লাসে। কনের বান্ধবীরা পরেন হলুদ শাড়ি। ছেলেদেরও ছিল পরিপাটি সাজ।


বিজ্ঞাপন


কনের নাম অনন্যা। বাড়ি খুলনায়। হলুদ অনুষ্ঠানে যোগ দিতে আসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘ অনন্যা লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক শেষ করেছে। তার বিয়ে অক্টোবর মাসে। বন্ধুরা সবাই খুলনায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এ কারণে ক্যাম্পাসেই তার গায়ে হলুদের আয়োজন করেন বন্ধু-সহপাঠীরা। শিক্ষার্থীদের কাছ থেকে গায়ে হলুদের আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুব ভাল লেগেছে।

অনন্যার সহপাঠী আয়েশা মীম জানান, আয়োজন শেষে আমাদের ভালো লেগেছে। হলুদ অনুষ্ঠানে আমরা নেচে গেয়ে সুবজ ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তুলেছি। হলুদের অনুষ্ঠানের হইচই, আনন্দ আড্ডা সত্যি একটি ভিন্ন পরিবেশ এনে দিয়েছে।

বন্ধু লুবনা হক, ওবায়দুল্লাহ আতিকসহ কয়েকজন জানান, বিয়ের অনুষ্ঠানে অনেকেই যেতে পারবে না। তাই এমন আয়োজন। আমাদের আয়োজনে বেশ কয়েকজন শিক্ষক যোগ দেয়ায় আমাদের অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠে। লোকপ্রশাসন বিভাগের প্রধান আসাদুজ্জামান মন্ডলসহ আরও কয়েকজন শিক্ষক এসেছিলেন আর্শীবাদ করতে। স্যারদের প্রতি আমরা কৃতজ্ঞ।

এদিকে যাকে ঘিরে  এই আয়োজন সেই অনন্যা বলেন, ‘বিয়ের এখনও দেরি রয়েছে। অনেক বন্ধু খুলনায় গিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। তাই বন্ধুরা এই হলুদের আয়োজন করেছে। বন্ধুদের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমার কাছে বন্ধুত্বের এমন নির্দশন খুব ভাল লেগেছে।’ এটি আজীবন মনে থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর