শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে খাতাই খুলতে পারেননি বিএনপিপন্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে খাতাই খুলতে পারেননি বিএনপিপন্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমিটির নির্বাচনে মোট ১৩টি পদের সবকটিতে আওয়ামী লীগপন্থী নীল দল বিজয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল কোনো পদে জয় পায়নি।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদ দুপুর ৩টায় এ ফলাফল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


সিন্ডিকেটে নির্বাচিত হয়েছেন ছয় শিক্ষক প্রতিনিধি। এদের মধ্যে আছেন  নীল দলের আহ্বায়ক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন পদে নির্বাচিত হয়েছেন। প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭৫ ভোট। অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান ৮৮৫ ভোট ও সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম ৭৮৬ ভোট পেয়ে সিন্ডিকেটে নির্বাচিত হয়েছেন।

একাডেমিক পরিষদে নির্বাচিত হয়েছেন ছয় শিক্ষক প্রতিনিধি। সহযোগী অধ্যাপক পদে নির্বাচিত হয়েছেন তিনজন। তারা হলেন- কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. ইসমাত রহমান, পেয়েছেন ৮০৩ ভোট, আধুনিক ভাষা ইনস্টিটিউটের বিপুল চন্দ্র দেবনাথ, পেয়েছেন ৬৭৬ ভোট এবং দর্শন বিভাগের মন্দিরা চৌধুরী ৭৩২ ভোট পেয়ে সিন্ডিকেটে নির্বাচিত হয়েছেন। সহকারী অধ্যাপক পদে দুজন নির্বাচিত হয়েছেন। ঔষধ প্রযুক্তি বিভাগের ড. আ স ম মনজুর আল হোসেন ৮৭৮ ভোট, আইন বিভাগের এ বি এম আশরাফুজ্জামান ৮৫১ ভোট পেয়েছেন। প্রভাষক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহিন মোহিদ।

ফাইন্যান্স কমিটিতে ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং সিনেট সদস্য ড. মো. শফিকুল ইসলাম ৭০৭ ভোট পেয়ে সিন্ডিকেটে নির্বাচিত হয়েছেন।

উপরোল্লিখিত তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত সব সিন্ডিকেট সদস্য আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সদস্য।


বিজ্ঞাপন


অন্যদিকে, সাদা দল থেকে যারা সিন্ডিকেটে নির্বাচন করেছেন তাদের কেউ নির্বাচনে জয়ী হতে পারেনননি। নির্বাচনে অংশ নেওয়া সাদা দলের প্রতিনিধিরা হলেন—

প্রভোস্ট ক্যাটাগরিতে স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আই বি এ) এর অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, পেয়েছেন ৪২০ ভোট। অধ্যাপক ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান, পেয়েছেন ৪২০ ভোট, সহযোগী অধ্যাপক পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন পেয়েছেন ৩২৪ ভোট এবং সহকারী অধ্যাপক পদে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. শাফী মো. মোস্তফা ৩৭২ ভোট পেয়েছেন।

সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৃৎশিল্প বিভাগের দেবাশীষ পাল ৩০৪ ভোট, একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মো. সাইফুল আলম ৪৩১ ভোট, মনোবিজ্ঞান বিভাগের সৈয়দ তানভীর রহমান ৪০৯ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ৪৫৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৩ সালের পর এবারই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল পূর্ণ প্যানেল নির্বাচিত হলো।

প্রতিনিধি/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর