শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আরবি ভাষা ইনস্টিটিউট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯ পিএম

শেয়ার করুন:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আরবি ভাষা ইনস্টিটিউট

ঢাকার কেরাণীগঞ্জে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মধ্যে মোট তিন একর জমিতে সৌদি সরকারের অর্থায়নে স্থাপিত হবে বিশাল আরবি ভাষা ইনস্টিটিউট।

সোমবার (১৩ সেপ্টেম্বর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি সরেজমিনে পরিদর্শন করতে আসেন সৌদি আরবের একটি প্রতিনিধি দল।  প্রতিনিধি দলের সদস্যরা ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সাথে মতবিনিময় করেন।


বিজ্ঞাপন


এরপর বিকাল ৩ টায় সালেহ বিন মোহাম্মাদ আল নাসেফ এর নেতৃত্বে সৌদি থেকে আসা নয় সদস্যের প্রতিনিধি দলটি মন্ত্রণালয়ে  শিক্ষামন্ত্রী ড. দিপু মনিরর সঙ্গেও সাক্ষাত করেন। এ সময় সেখানে শিক্ষা সচিব আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর রাতে তিন দিনের সফরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সৌদি সরকারের নয় সদস্যের ওই প্রতিনিধি দলটি। 

সকাল ১০ টায় ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার ঘাটারচর ও মধ্যেরচর মৌজায় অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ক্যাম্পাসে সৌদি সরকারের অর্থায়নে নির্মিতব্য ‘আরবি ভাষা ইনস্টিটিউট’ এর জমি সরেজমিনে পরিদর্শন করেন তারা। 

এসময় সৌদি প্রতিনিধি দলের সাথে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস. এম. এহসান কবির, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রফিক আহমদ সিদ্দিক, রেজিস্ট্রার মো. রেজাউল হক ও উপ-পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. রফিক আল মামুন, কেরানিগঞ্জ  উপজেলা চেয়ারম্যান শাহীন আহমদসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 


বিজ্ঞাপন


এছাড়াও ইআরডি, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শন দলের সাথে উপস্থিত ছিলেন। পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ এর নেতৃত্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি থেকে আগত অতিথিদের সাথে ‘আরবি ভাষা ইন্সটিটিউট’ স্থাপনের বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রকল্প সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) রফিক আহমদ সিদ্দিক। সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ ‘বাংলাদেশে আরবি চর্চা ও আরবি ভাষা ইনস্টিটিউড প্রতিষ্ঠার গুরুত্ব শীর্ষক আরবি ভাষায় লেখা একটি প্রবন্ধ উপস্থাপন করেন।’

সৌদি প্রতিনিধি দল বাংলাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। তারা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও আরবি ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠায় ভিসি কর্তৃক গৃহিত সকল পদক্ষেপের উপর সন্তোষ প্রকাশ করেন। আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস.এম. এহসান কবির।  

প্রসঙ্গত, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আয়তন মোট ১৭.০৮৯৪ একর, যার মধ্যে তিন একর জমি সৌদি সরকারের অনুদানে আরবি ভাষা ইনস্টিটিউটের জন্য বরাদ্দ রাখা হয়েছে। গত বছরের ২ ডিসেম্বর সৌদি আরব দূতাবাসের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ইনস্টিটিউটের প্রস্তাবিত জায়গা সরেজমিনে পরিদর্শন করেন। 

এসএএস/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর