বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪, ঢাকা

সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করার দাবি যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২ মার্চ) ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ বিতরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ’রাজনীতির কবি' প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাবি অধিভুক্ত সাত কলেজ বিশ্ববিদ্যালয় করে দেওয়া মানেই এর সমাধান নয়। সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানের পড়াশোনায় উন্নীত হচ্ছে। বিশ্ববিদ্যালয় করার দাবি এই মূহুর্তে কোনো যৌক্তিক দাবি বলে আমি ভাবছি না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে উন্নীত হচ্ছে এটাই আমাদের আনন্দের।’

education-1দীপু মনি বলেন, ‘রাজধানীর অধিভুক্ত সাতটি কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেহেতু তাদের বিজ্ঞমানের পদ্ধতিতে যেতে হচ্ছে, বিজ্ঞমানের পড়াশোনা করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংখ্যক শিক্ষার্থী রয়েছে তার কয়েকগুণ শিক্ষার্থী রয়েছে সাত কলেজে। ফলে এখানে দুই দিক থেকেই একটা এটজাস্টমেন্টের বিষয় রয়েছে।’

মন্ত্রী আরও বলেন, সেশনজট কমে এসেছে। এরপর আর থাকবে না আশা করি। পরীক্ষার ফলাফল দ্রুত দেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের অধিভুক্ত কলেজগুলোকে যেভাবে দেখা দরকার সেভাবেই দেখবে বলে আশা করছি।

করোনার প্রাদুর্ভাবের কারণে বন্ধ থাকা প্রাথমিক এবং একাদশের ক্লাস আজ থেকে শুরু হয়েছে। শিগগিরই মাধ্যমিকের ক্লাসও শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আশা করি শিগগিরই মাধ্যমিকের ক্লাস শুরু হবে। করোনার এই দীর্ঘ সময়ে এক ধরণের ট্রমার মধ্যদিয়ে শিক্ষার্থীরা গিয়েছে। আমরা আশা করি এ ক্লাস শুরু হওয়ার মধ্যে দিয়ে তারা নিজেদের গুছিয়ে নেবে। পূর্বের ঘাটতি মিটিয়ে নিতে শিক্ষার্থীরা যেমন কাজ করবে, তারাও প্রচেষ্টা চালাবেন।


বিজ্ঞাপন


শিক্ষার্থীদের সকল ঘাটতি মেটানো সম্ভব না জানিয়ে দীপু মনি বলেন, আমরা চেষ্টা করবো এই বর্ষ এবং আগামী বর্ষের শিক্ষার্থীদের যা ঘাটতি হয়েছে তা মেটাতে।

education-2অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। কলেজগুলো হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

ডিএইচডি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর