বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

‘দক্ষ জনশক্তি গঠনের পরিকল্পনায় এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮ পিএম

শেয়ার করুন:

‘দক্ষ জনশক্তি গঠনের পরিকল্পনায় এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেছেন, ‘দক্ষ জনশক্তি গঠনের নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মানবিক উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। আমরা আশা রাখছি অচিরেই বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে দেশের মানচিত্রসম এই বিদ্যাপীঠ।’

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সিনেট হলে কলেজ র‌্যাঙ্কিংয়ের ফলাফল ঘোষণা এবং ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপাচার্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান।


বিজ্ঞাপন


এক প্রশ্নের জবাবে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ‘অবাধ তথ্য প্রবাহের সকল দ্বার উন্মুক্ত রয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক সমালোচনা করবেন। সত্য তথ্য তুলে ধরবেন-সেটিকে আমরা সাদরে গ্রহণ করবো। আমরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সকলে মিলে একসঙ্গে কাজ করবো।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাঙ্কিং, শীর্ষে রাজশাহী কলেজ

দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, ‘যে জাতিরাষ্ট্র রক্ত দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছে, আমি মনে প্রাণে বিশ্বাস করি সেই রাষ্ট্র কখনো শ্রীলঙ্কা হতে পারে না। স্বাধীনতার পরে ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশ হত্যার যে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষ ৯০ এর আন্দোলনের মধ্য দিয়ে যে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে তার মধ্য দিয়ে এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে। গণতন্ত্র এবং অংশগ্রহণের শক্তি এটি। আমি মনে করি মানুষের সমাজের এই যে রাষ্ট্র তার মধ্যে শিক্ষা এবং সংস্কৃতির যে বিকাশ অব্যাহত রয়েছে সেই শক্তিকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় এক নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে উঠবে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও শাণিত হবে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বিন কাশেম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মনিরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, জনসংযোগ দফরের পরিচালক মো. আতাউর রহমান, প্রকাশনা দফতরের পরিচালক আ. মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দফতরের পরিচালক মু. আখতারুজ্জামান, তথ্য ও সেবা দফতরের পরিচালক মো. ইমান উদ্দিন সরকার প্রমুখ।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর