শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘সব শিশুর টিকা প্রাপ্তির ব্যবস্থা করেছে সরকার’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

‘সব শিশুর টিকা প্রাপ্তির ব্যবস্থা করেছে সরকার’

বর্তমান সরকার দেশের সব শিশুর টিকা প্রাপ্তির ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর নীলক্ষেত সরকারি প্রাথমিক স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


এ সময় অভিভাবকদের জন্ম নিবন্ধন নিয়ে শিশুদের টিকা দিতে নিয়ে আসার অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার থেকে দেশের ১২টি সিটি করপোরেশনের ১৮৬টি এবং রাজধানীর ১৫টি বিদ্যালয়ে শিশুদের এই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা-উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে। দেশে এই বয়সী শিশুদের অনুমিত সংখ্যা দুই কোটি ২০ লাখ।

এর আগে গত ৩০ জুলাই করোনা প্রতিরোধে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকা দেশে আসে। ওইদিন বিশেষভাবে তৈরি ফাইজারের ১৫ লাখ দুই হাজার ৪০০ ডোজ টিকা আসে। পরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের তালিকা করে স্বাস্থ্য অধিদফতর।


বিজ্ঞাপন


এসএএস/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর