একশন একশন ডাইরেক্ট একশন বনানীর সড়ক অবরোধ করে এমন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। ‘হাফ পাস চাই’, ‘হাফ পাস ভাড়া নিয়ে কোনো টালবাহানা চলবে না’ লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে নানা ধরনের স্লোগান।
বাসে হাফ পাসের দাবিতে মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে বনানী পোস্ট অফিসের সামনের দুপুরে সড়ক অবরোধ করে বনানী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
এ সময় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশগ্রহণ করেছে।
আন্দোলনরত শিক্ষার্থী, নাফিসা আক্তারা, হাফিজুর রহমান, তৃপ্তি, প্রিয়াঙ্কা, সাদিকুর রহমানসহ একাধিক শিক্ষার্থী জানান, আমাদের তো চলাচল করতেই হবে। অথচ এই সড়কে আর গাড়ি নেই। এই গাড়িতে প্রথমে ১৫ পরে ২০, ২৫ হয় এখন ৩০ টাকার নিচে ভাড়া নেয়। বাধ্য হয়েই আমাদের এই ভাড়া দিয়ে আসতে হয়। আমাদের ইউনিফর্ম পরা দেখলেই আর গাড়িতে উঠতে দিতে চায় না। তারা আমাদের শিক্ষার্থীদের এড়িয়ে অন্যদেরকে অগ্রাধিকার দিয়ে গাড়িতে উঠায়। কেননা আমাদের দিয়ে নাকি তাদের পোষায় না।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ— গুলশান, বনানী ও নতুনবাজার রোডে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে। আড়াই কিলোমিটার দূরত্বের এই রাস্তায় বাস মালিকরা ৩০ টাকা করে ভাড়া আদায় করে। তারা শিক্ষার্থীদের হাফ পাস দেয় না। এই রুটে অন্য কোনো কোম্পানির বাস ঢুকতেও পারে না। এর একটি সুষ্ঠু সমাধান পেতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। এই রিপোর্ট লেখার সময় দুপুর ২টার দিকেও কোনো সমাধান হয়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া বলেন, হাফ ভাড়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী দুপুর ১২টার দিকে রাস্তায় নেমে সড়ক অবরোধ করেছে। আমরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছি।
বিজ্ঞাপন
ডব্লিউএইচ/এইউ

