শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ১৭ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

চবির ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুপস্থিত ১৭ শতাংশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু অংশ নেওয়ার কথা থাকলেও এতে অংশগ্রহণ করেছেন মাত্র ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরের মোট ৬টি কেন্দ্রে 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা আরম্ভ হয়ে শেষ হয় দুপুর ১২টার সময়।


বিজ্ঞাপন


ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী। 

তিনি বলেন, ‘পরীক্ষায় মোট ৮৩ দশমিক ৪০ শতাংশ ভর্তিচ্ছু অংশগ্রহণ করেছেন। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’

এছাড়া, পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন। যা মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৬০ শতাংশ।

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট (মঙ্গলবার) থেকে চবিতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া আগামী ২০ আগস্ট 'বি' ইউনিট, ২২ আগস্ট 'ডি' ইউনিট এবং ২৪ আগস্ট 'বি১' ও 'ডি১' উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর