শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

কুবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

কুবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্বাস উদ্দিনকে ছুরিকাঘাতের ঘটনায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন।

তিনি বলেন, দুইজন অটো ড্রাইভার কর্তৃক মারধরের মৌখিক অভিযোগ পেয়েছি। সেই প্রেক্ষিতে মাঈন উদ্দিন নামের একজন অটো ড্রাইভারকে আটক করি।


বিজ্ঞাপন


আজ রোববার (১৪ আগস্ট) দুপুরে ১২টার দিকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বিচার চেয়ে কোটবাড়ি অটোস্ট্যান্ডে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।

ছুরিকাঘাতের বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, এক অটো ছেড়ে অন্য অটোতে গেলে খারাপ ব্যবহার করেন অটো চালক। পরে কয়েকজন তাকে ধরে মারধর করেন।

প্রত্যক্ষদর্শী ইমরুল কায়েম আবির বলেন, ‘কোটবাড়ি মোড় থেকে আমি ভার্সিটি যাচ্ছিলাম। হঠাৎ দেখি কয়েকটা লোক একটা ছেলেকে মারতেছে। আমি দৌঁড়ে যাই এবং দেখি একটা ছেলে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। পরে আমি গিয়ে ছেলেটাকে উদ্ধার করি এবং মেডিকেলে নিয়ে আসি।’

বিশ্ববিদ্যালয় মেডিকেলের জ্যেষ্ঠ কর্মকর্তা ডা. মাহমুদা আক্তার বলেন, ‘অবস্থা গুরুতর হওয়ায় আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, পুলিশ অটোরিকশা চালক মাইন উদ্দিনকে আটক করেছে, পাশাপাশি রবিউলকে ধরার চেষ্টা কর‍তেছে। পরবর্তীতে আব্বাস উদ্দিনের সাথে কথা বলে তার কাছ থেকে লিখিত পেলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।’

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর