বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাবিতে রোগী সেজে ভর্তি পরীক্ষা দিতে এসে ‘চিকিৎসক’ জেলে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১০:৫৩ পিএম

শেয়ার করুন:

রাবিতে রোগী সেজে ভর্তি পরীক্ষা দিতে এসে ‘চিকিৎসক’ জেলে

নাকে-মাথায় ব্যান্ডেজ জড়িয়ে রোগীর বেশ ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা একজনকে আটক করা হয়েছে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একবছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়। পরে তাকে জেলে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির সমের রায়। তিনি খুলনা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।
proxy1জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাহাত আমিন নামের একজনের হয়ে সে প্রক্সি দিতে এসেছিল। তার মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ ছিল যাতে তাকে চেনা না যায়। সমের রায় খুলনার একটি মেডিকেল কলেজের প্রভাষক বলে দাবি করেছে। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিল সেই রাহাত আমিনকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ডা. সমের রায়ের আগে এদিন আরও ৩ জন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

প্রতিনিধি/এএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর