শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কওমিতে বাধ্যতামূলক হচ্ছে সানাবিয়া উলইয়ার পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুলাই ২০২২, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

কওমিতে বাধ্যতামূলক হচ্ছে সানাবিয়া উলইয়ার পরীক্ষা

দেশের কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে সানাবিয়া উলইয়ার পরীক্ষা। এখন থেকে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন শুধুমাত্র তারাই দুই বৎসর পর ফযীলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

শনিবার (২৩ জুলাই) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আল হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশ-এর নেসাব উপ-কমিটির সিদ্ধান্ত এবং স্থায়ী কমিটি কর্তৃক অনুমোদনের ভিত্তিতে ১৪৪৬-১৪৪৭ হিজরী শিক্ষাবর্ষ থেকে দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় নিবন্ধনের জন্য ফযিলত এবং সানাবিয়াতে ৬ বোর্ডের যে কোন বোর্ড হতে উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করা হয়।

উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ২৯ জুন তারিখে অনুষ্ঠিত বেফাকের মজলিসে খাস-এর সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, হাইআতুল উলয়ার সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর থেকে সানাবিয়া উলইয়ার পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক এবং সানাবিয়া উলইয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই দুই বৎসর পর ফযীলত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 

ফলে বেফাকের অনুষ্ঠিতব্য ৪৬তম (১৪৪৪ হি.) কেন্দ্রীয় পরীক্ষায় সানারিয়া মারহালায় উত্তীর্ণ না হলে ০২ বছর পর ১৪৪৬ হিজরীতে ‘ফযিলত’ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং ১৪৪৭ হিজরী সনে আল-হাইআতুল উলয়া লিল-জামি' আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে ‘তাকমীল’ পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে না।

এসএএস/ একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর