মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চবিতে সাংবাদিককে পাহাড়ে নিয়ে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

চবিতে সাংবাদিককে পাহাড়ে নিয়ে প্রাণনাশের হুমকি ছাত্রদল নেতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে অবৈধভাবে সিট দখলের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হল থেকে টেনে হিঁচড়ে পাহাড়ে নিয়ে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিফাতুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও চবি সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য এম. মিজানুর রহমানকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই হুমকি দেওয়া হয়।


বিজ্ঞাপন


অভিযুক্ত সিফাতুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সংশ্লিষ্ট ফোনালাপের একটি অডিও রেকর্ড ইতিমধ্যে এই প্রতিবেদকের হাতে এসেছে। সেখানে দেখা যায়, সিফাতুল নিজেকে ‘সালমান’ (আব্দুস সালাম সালমান) পরিচয় দিয়ে সাংবাদিককে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্রাব্য ভাষায় কথা বলছেন। 

এক পর্যায়ে তিনি বলেন, “নিউজ করার অনুমতি কে দিয়েছে? হল থেকে টেনে বের করে পাহাড়ে নিয়ে যাব। কেউ ঠেকাতে পারবে না।”

হুমকির বিষয়ে জানতে চাইলে সালমান প্রথমে অস্বীকার করে বলেন, “আমি এ বিষয়ে কিছুই জানি না।” তবে যে নম্বর থেকে কলটি এসেছিল, সেই নম্বরে পুনরায় যোগাযোগ করলে অভিযুক্ত সিফাতুল ইসলাম কলটি রিসিভ করেন। সিফাতুল স্বীকার করেন যে, তার বন্ধু সালমানের বিরুদ্ধে বারবার নিউজ হওয়ায় তিনি ক্ষুব্ধ ছিলেন। সংবাদে তথ্যের ঘাটতি আছে দাবি করে তিনি বলেন, “হলে বসে মদ্যপানের তথ্যটি সঠিক নয়।”

ভুক্তভোগী সাংবাদিক এম. মিজানুর রহমান বলেন, “শহীদ ফরহাদ হোসেন হলে সালমানের অবৈধ অবস্থানের বিষয়ে সংবাদ প্রকাশের জেরে তার বন্ধু সিফাতুল আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। সংবাদের কোনো অংশে আপত্তি থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল, কিন্তু এভাবে প্রকাশ্যে হুমকি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আক্রমণ। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।”


বিজ্ঞাপন


ছাত্রদল সূত্রে জানা গেছে, সালমান শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিনের অনুসারী এবং বিএনপির একটি সমন্বয় কমিটির সদস্য। ইতিপূর্বে একাধিকবার হল ত্যাগের নোটিশ পেলেও তিনি তা উপেক্ষা করেছেন। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, “বিষয়টি আমি দেখছি।”

চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র বলেন, “সাংবাদিককে হুমকি দেওয়া একটি ফৌজদারি অপরাধ। গণমাধ্যমকর্মীদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, “স্টার নিউজের প্রতিনিধির লিখিত অভিযোগ পেয়েছি। একজন শিক্ষার্থী সাংবাদিককে শারীরিকভাবে মারার হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত কমিটি গঠনের জন্য রেজিস্ট্রারকে জানানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর