বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জবিতে এআই ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল কম্পিটিশন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫১ এএম

শেয়ার করুন:

jagannath university
জবিতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল কম্পিটিশন। ছবি- ঢাকা মেইল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালিত ‘মেধাবী প্রকল্প’ এর উদ্যোগে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ও বিজনেস ইনকিউবেশন ফাইনাল কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি। এ ছাড়া উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং মেধাবী প্রকল্পের সঙ্গে যুক্ত শিক্ষকবৃন্দ।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘এখন আমার এক বছর আগের কথা মনে পড়ছে, যখন শিক্ষার্থীরা আবাসনের দাবিতে আন্দোলন করেছিল। আজ সত্যিই আনন্দিত যে প্রায় সাত শতাধিক শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালিত মেধাবী প্রকল্পের আওতায় রয়েছে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তারা স্কিল অর্জন করছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়।’

আরও পড়ুন:

রাবি’র ৮ ধাপ অগ্রগতি, ২০ ধাপ অবনতি ঢাবি’র

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘স্কিলভিত্তিক এ ধরনের বেসরকারি উদ্যোগ আমাদের দেশে খুবই বিরল। আবাসন সংকট মোকাবিলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চুক্তি একটি যুগান্তকারী পদক্ষেপ। এক বছরের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা অনেক দূর এগিয়েছে। আজ আমরা তার ছয় মাসের আউটপুট দেখতে পাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলার দক্ষতা অর্জনের এ সুযোগ হেলায় নষ্ট করা যাবে না। সময়কে কাজে না লাগালে সময়ই আমাদের কেটে ফেলবে।’

ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন বলেন, ‘ইনসাফ কেবল নিজের কমিউনিটির জন্য নয়, বরং তা সবার জন্য হতে হবে। আল-কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে এটাই ইসলামের মূল শিক্ষা।’

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো আবাসিক হল নেই। শুধুমাত্র ছাত্রীদের জন্য নওয়াব ফয়জুন্নেছা চৌধুরী হল রয়েছে।

এই প্রেক্ষাপটে আবাসন সংকট নিরসনের লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সে অনুযায়ী, বর্তমানে প্রায় সাতশত ছেলে শিক্ষার্থী আস-সুন্নাহ ফাউন্ডেশনের মেধাবী প্রকল্পের আওতায় আবাসন সুবিধা পাচ্ছেন।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর