রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘বি’ ইউনিটের অধিনে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো— হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।
এ বছর ‘বি’ ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়িয়ে আসন সংখ্যা ৫৬৪টি; যা গত বছরে ছিল ৫৫৯টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; গত বছরে ছিল ৩৬৭টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি; যা গতবছর ছিল ১৬৬টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি; যা গতবছর ছিল ২৬টি।
সরেজমিনে দেখা গেছে, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা সকাল ১০টার দিকে নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষার্থীরা সারিবদ্ধ হয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। পরীক্ষার হলে কোনো ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, ব্লুটুথ ও মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হয়নি।
প্রেস ব্রিফিংয়ে ভর্তি পরিক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, আপনারা সবাই অবগত আছেন আজকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে ১ শিফটে ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষায় আবেদন করেছে ৩০ হাজার ৮৮৬ জন। মোট ৬ কেন্দ্রে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল। আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে যা জেনেছি আল্লাহর রহমতে প্রত্যকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোনো রকম অপ্রতিকর ঘটনা আমরা লক্ষ্য করিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমাদের ধারণা রাজশাহী কেন্দ্রে উপস্থিতির হার ৯০ শতাংশের ওপরে হবে, অন্যান্য কেন্দ্র থেকে আপডেট আসলে আমরা সঠিক বলতে পারবো, সকলের সহযোগিতায় এবছর আমরা ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও মিডিয়া, স্বেচ্ছাসেবক, পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
উল্লেখ্য, আজ ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো রাবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তিযুদ্ধ। এর আগে গত ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) ও ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং এ ইউনিটের ফলাফল আজ প্রকাশ হওয়ার কথা রয়েছে।
প্রতিনিধি/টিবি

