বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৪:২০ পিএম

শেয়ার করুন:

D
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ অনুমোদিত হওয়ার খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। 

এই খবর জানার পর আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. মাহবুবুল হক পাটওয়ারী জানান, উপদেষ্টা পরিষদের সভায় অধ্যাদেশ পাস হয়েছে। তবে এটি কখন জারি হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তথ্য জানানো সম্ভব হয়নি।

দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনে অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী হন। এসময় শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ইডেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী স্মৃতি আক্তার জানান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানিয়েছেন।

এম/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর