মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদন প্রায় ১৬ হাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

শেয়ার করুন:

NTRCA

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শেষ হয়েছে। সবমিলিয়ে ১৬ হাজারের মতো প্রার্থী নিয়োগ পেতে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি এই তথ্য জানান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে মোট আবেদনকারীর সুনির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিতভাবে পাওয়া যায়নি। টেলিটক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তথ্য জানায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই গণবিজ্ঞপ্তিতে প্রায় ১৫ থেকে ১৬ হাজার প্রার্থী আবেদন করেছেন।’


বিজ্ঞাপন


এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আবেদনসংক্রান্ত চূড়ান্ত তথ্য টেলিটক থেকে পাওয়ার পর বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হবে। বর্তমানে আবেদন যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।’

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি জানান, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ শেষে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘১৯তম নিবন্ধনের জন্য সিলেবাস ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের যোগদান প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ। এই প্রক্রিয়া সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই এই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’

রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন হলে দ্রুততম সময়ের মধ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

আগামী মার্চ মাসে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনলাইনে শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে মার্চের মধ্যেই ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হতে পারে’, যোগ করেন এনটিআরসিএ চেয়ারম্যান।

এম/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর