রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সংহতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সংহতি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি ও অনতিবিলম্বে অধ্যাদেশ জারির দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাত কলেজ (প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়) শাখা। রোববার (১৮ জানুয়ারি) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ ঘোষণার এক বছর অতিবাহিত হলেও এখনো আইন জারি না করায় তীব্র ক্ষোভ প্রকাশ, আন্দোলনে সংহতি ও অধ্যাদেশ জারির দাবি জানায় সংগঠনটি।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত কাঠামোর অধীনে ২০২৪-২৫ সেশনের নতুন ব্যাচসহ চলমান চারটি ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নিরাপত্তা ও স্বতন্ত্র পরিচয়ের দাবিতে পুনরায় রাজপথে নামতে বাধ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই চরম উদাসীনতা ও আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতি চূড়ান্ত অবহেলারই বহিঃপ্রকাশ।
 
চলমান এই আন্দোলনের সাথে আমরা পূর্ণ সংহতি প্রকাশ করছি। অন্তর্বর্তী সরকার মুখে সংস্কারের কথা বললেও শিক্ষাব্যবস্থার সংস্কারে কোনো ভূমিকা নিতে আমরা দেখছি না। বরং সরকার শিক্ষার্থীদের বারবার রাজপথে নামতে বাধ্য করছে। এর আগেও কেবল ক্লাস শুরুর ন্যূনতম অধিকার আদায়ে শিক্ষার্থীদের দীর্ঘদিন রাস্তায় থাকতে হয়েছে। সর্বশেষ চার দিনের আমরণ অনশনের মুখে সরকার ক্লাস শুরু করতে বাধ্য হলেও আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয় আইন জারি করেনি। 


বিজ্ঞাপন


আইনি কাঠামোর এই অনুপস্থিতি শিক্ষার্থীদের মনে যে গভীর অনাস্থা ও অনিশ্চয়তা তৈরি করেছে, তার দায় সরকার এড়াতে পারে না। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে ফেলা অবিলম্বে বন্ধ করতে হবে। অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের এই আপসহীন লড়াইয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সবসময় রাজপথে ছিল এবং বর্তমানেও সংহতি জানিয়ে রাজপথের লড়াই চালিয়ে যাবে।
 
গড়িমসি বন্ধ করে অবিলম্বে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’-এর চূড়ান্ত অধ্যাদেশ জারি এবং দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় বাজেট বরাদ্দের আহ্বান জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর