চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের মূল ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তারা তাদের কর্মসূচি পালন শুরু করেন।
বিজ্ঞাপন
এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন প্রশাসনিক ভবনে প্রবেশ করতে চাইলে সংগঠনটির নেতা-কর্মীরা তাকে আটকে দেন। পরে তিনি ভিন্ন ফটক দিয়ে ভবনে প্রবেশ করেন।
তাদের দাবি, নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগের দায় স্বীকার করে অবিলম্বে চবির ভাইস চ্যান্সেলর (ভিসি), প্রো-ভাইস চ্যান্সেলরদ্বয় (প্রো-ভিসি) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ চান।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এই প্রশাসনের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে এসব অনিয়ম, স্বজনপ্রীতি ও অস্বচ্ছতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।
সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো কাজ না করে কেবল নিয়োগ বাণিজ্য নিয়ে ব্যস্ত। এ প্রশাসনের পদত্যাগ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ভিসি, প্রোভিসি, রেজিস্ট্রাররা বারবার অযোগ্যতার প্রমাণ দিচ্ছে। আমরা তাদের পদত্যাগ চাই।
সর্বশেষ বিকেল ৪টার সময়ে এ সংবাদ প্রস্তুত করার সময়েও একই স্থানে তাদের অবস্থান কর্মসূচি চলতে থাকে। এরই মধ্যে গতকালের ন্যায় আজকেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি প্রতিনিধি নিয়োগের বিষয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করতে প্রশাসনিক ভবনে এসেছেন।
প্রতিনিধি/ এজে

