সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে দ্বিতীয় দিনের মতো অবরোধ করেন তারা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের বন্ধ রয়েছে যানবাহন চলাচল, আশপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা।
সাভার পরিবহনের যাত্রী সাহিদুর রহমান বলেন, ‘আমি যাবো সদরঘাটে। অনেকক্ষণ ধরে যানজটে পড়ে আছি। আমার সঙ্গে দুধ রয়েছে। এখন যেতে না পারলে সঙ্গে থাকা ২০ কেজি দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি, বাইক ও প্রাইভেটকারসহ সব ধরনের পরিবহন স্থবির হয়ে পড়ে আছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে।’
বাইক চালক আব্দুর রহমান বলেন, ‘৪০ মিনিট ধরে যানজটে আটকে আছি। বাইকে সামনে পিছনে কোনো দিকে যেতে পারছি না। হাসপাতালে স্বজন ভর্তি রয়েছে, তাকে দেখতে যাবো; সেটিও পারছি না। আন্দোলনের নামে জনভোগান্তি আর চাই না।’
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের দাবি, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে টানা অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হয়েছিল। তবে এখনো সে বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে অবরোধ কর্মসূচিতে নেমেছেন। তবে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের বিষয়ে ইতোমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
এদিকে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদা পূরণের লক্ষ্যেই এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। পরবর্তী ধাপে দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি গ্রহণ এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে এটি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
এসএইচ/এমআই

