বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নোবিপ্রবিতে ব্লাড ব্রিগেডের ‘রান ফর বাংলাদেশ ২০২৬’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, নোবিপ্রবি
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:০২ এএম

শেয়ার করুন:

N

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন নোবিপ্রবি ব্লাড ব্রিগেড। মানবতার সেবায় কাজ করার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠিত এই সংগঠনটির মূল লক্ষ্য—রক্তের অভাবে যেন কোনো মানুষের জীবন ঝুঁকির মুখে না পড়ে। 

সেই লক্ষ্যকে সামনে রেখে নোবিপ্রবি ব্লাড ব্রিগেড দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং জরুরি মুহূর্তে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।


বিজ্ঞাপন


নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের কার্যক্রম কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, অগ্নি নির্বাপন সচেতনতা, প্রাথমিক চিকিৎসা, রক্তদাতা সম্মাননা কর্মসূচি, সামাজিক ও মানবিক ক্যাম্পেইন এবং তরুণদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে থাকে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও নেতৃত্বগুণ বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। উল্লেখযোগ্য বিষয় হলো—কেউ রক্তদানে সক্ষম না হলেও নোবিপ্রবি ব্লাড ব্রিগেডে যুক্ত হয়ে বিভিন্ন কাজের মাধ্যমে সমাজসেবায় সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

‘রান ফর বাংলাদেশ ২০২৬’: মানবিকতা ও সুস্থতার বার্তায় নতুন উদ্যোগ

নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে আগামী ৩১ জানুয়ারি ২০২৬ এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ ও ৭.৫ কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর বাংলাদেশ ২০২৬’। এটি সংগঠনটির আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া একটি বড় পরিসরের রানিং ইভেন্ট। দেশপ্রেম, মানবিকতা ও সুস্থ জীবনধারার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার।

আয়োজকরা জানান, ‘রান ফর বাংলাদেশ ২০২৬’ কেবল একটি দৌড় প্রতিযোগিতা নয়; বরং এটি তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক চেতনা ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে ওঠার একটি প্রচেষ্টা। ভবিষ্যতে এই আয়োজন আরও বৃহৎ পরিসরে নিয়মিত ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


নোবিপ্রবি ব্লাড ব্রিগেডের বহুমুখী কার্যক্রম ও ধারাবাহিক উদ্যোগ একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে তরুণদের সম্মিলিত অগ্রযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর