বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

নতুন কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষর্থীরা
আগামীকাল বৃহস্পতিবার সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে রাজধানীর সড়ক ছেড়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে শেষ দফায় সরে যান আন্দোলনকারীরা। এর আগে দুপুর থেকে সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার, টেকনিক্যাল মোড় ও মহাখালীর আমতলী মোড়ে সড়ক অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।


বিজ্ঞাপন


বেলা ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। একই সময়ে মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

বিকেল তিনটার দিকে টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড় থেকে শিক্ষার্থীরা সরে গেলেও সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান চালিয়ে যান। সেখানে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত অধ্যাদেশ জারির দাবিতে স্লোগান ও বক্তব্য দেন তাঁরা।

সড়ক ছাড়ার আগে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দেওয়া ব্রিফিংয়ে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি মো. নাঈম হাওলাদার বলেন, সরকার জানুয়ারির ১৫ তারিখের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দেওয়ার আশ্বাস দিয়েছিল। কিন্তু এখনো তা পাওয়া যায়নি। সে কারণেই তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।


বিজ্ঞাপন


এর আগে গত ৭ ও ৮ ডিসেম্বর সাত কলেজের একাংশের শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারির কথা জানিয়েছিল বলে শিক্ষার্থীদের দাবি।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রস্তাবিত স্কুলিং কাঠামো নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের মধ্যে মতভেদ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া পরিমার্জন করে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে নীতিগত অনুমোদন ও ভেটিং শেষে উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর