রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে আশেপাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইন্সল্যাব মোড়ে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। পথচারীরা গাড়িতে থেকে নেমে হেঁটে হেঁটে নিজ গন্তব্যে যাচ্ছেন। আবার কেউ কেউ গাড়িতে বসে রয়েছেন যানজট ছাড়ার অপেক্ষায়।
বিজ্ঞাপন
জানতে চাইলে ঠিকানা পরিবহনের যাত্রী শাহজালাল আহমেদ ঢাকা মেইলকে বলেন, ‘অনেক যানজটে বসেছিলাম। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে গিয়েছি। এমন যানজট যাত্রীদের জন্য খুবই ভোগান্তিকর। কিছু হলেই পথ আটকানো এটা এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। এভাবে চলতে পারে না।’
আরেক পথচারী শরিফ হাসান বলেন, ‘সব দিক দিয়ে রাস্তা ব্লক করা। কোনো গাড়ি চলতে পারছে না। অনেকেই জরুরি যাতাযাত করছেন। তাদের বেশি অসুবিধা হচ্ছে।’
শিক্ষার্থীদের ঘোষণা আনুযায়ী, দাবি আদায় না হওয়া পর্যন্ত আজ থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড়ের পাশাপাশি টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধ কর্মসূচি থাকবে। টেকনিক্যাল ও তাতীবাজার মোড়েও অবরোধ চলছে বলে খোজ নিয়ে জানা গেছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেওয়া হলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব করায় শিক্ষার্থীরা অধ্যাদেশ জারির ১ দফা দাবি আদায়ে গত ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন।
সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজ।
এসএইচ/এমআই

